নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ নোয়াখালীপাড়া লকডাউন ঘোষণা করা সহ পার্শবর্তী ৩টি গ্রামের ৪৬ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। বুধবার সন্ধায় নাটোর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। বিষয়টি নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন।
কারণ হিসেবে বলা হয়, জালালাবাদ নোয়াখালী পারায় ২১জন ব্যক্তি নারায়নগঞ্জ, ঢাকার আশুলিয়া এবং ফরিদপুর থেকে এসছেন। এ কারণে অনেকের মধ্যে ভিতী ছড়িয়ে পড়েছে। যার ফলে জালাবাদ নোয়াখালী পাড়া লকডাউন করা হয়েছে।
এছাড়া পার্শবর্তী কাফুরিয়া ,সুলতানপুর ও নোটাবাড়িয়া গ্রামের গ্রামের ৮টি বাড়ির ৪৬ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। কারণ এসব বাড়ির অনেকেরই জ্বর সর্দি ও কাশি রয়েছে। তবে হোম কোয়ারেন্টিনে নেওয়া পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য দেওয়া হয়েছে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ব্যক্তিগত ভাবেও সহায়তা করেছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লক ডাউন ও হোম কোয়ারেন্টিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন ।