বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদের উদ্দ্যোগে মাক্স, সাবান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেটে করোনা প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক নির্দেশনা উল্লেখ আছে। দৈনন্দিন জীবনযাত্রায় ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সহযোগিতা করবে।
সোমবার সকালে উপজেলার বড়াইগ্রাম লক্ষীকোল বাজার, রাজ্জাক মোড়, থানার মোড়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী করোনা সচেতনতায় উদ্বুদ্ধ করে মাক্স ও সাবান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, জেলা পরিষদ সদস্য ও বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম জোয়াদ্দার, পৌর যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাবর, বনপাড়া পৌর আওয়ালীগের প্রবীন নেতা আব্দুস সোবাহান প্রামানিক, জোয়ারী ইউনিয়নের ওয়ার্ড সদস্য ফেরদৌস-উল আলম প্রমুখ।