নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলাধীন ওয়ালিয়া গ্রামের সাইকেল মেকার লোকমান আলীর ছেলে রিপন আলী (৩৫) নামে চেক জালিয়াতির সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে লালপুর থানাভুক্ত ওয়ালিয়া পুলিশ ফঁাড়ীর এসআই সাজ্জাদ হোসেন ও এএসআই ওবায়দুর রহমান।
২১ মার্চ শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লোকমান আলীর (রিপনের বাবা) সাইকেল মেরামতের দোকান থেকে তাকে আটক করে পুলিশ। থানা সূত্রে জানা যায়- ‘ব্যাক’ এর করা চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রিপন দির্ঘদিন পলাতক থাকার কারনে বাগাতীপাড়া থানার সি আর মামলা ৬৯/১৫ মূলে সাজা ওয়ারেন্টে তাকে আটক করা হয়। রিপন আটক হওয়ায় অত্র এলাকা থেকে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য- একাধিক সূত্রে জানাযায়- রিপন ওয়ালিয়া বাজারে বিগত ৫/৬ বছর পূর্বে ওয়ার্কসপ ব্যবসা করা কালীন বিভিন্ন সমিতি, এনজিও এবং ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা কর্জ নিতো। টাকা নেওয়ার সময় শান্তনা সরুপ জামানত হিসেবে নিজ নামের অব্যহৃত দয়ারামপুর অগ্রণী ব্যাংক এর চেক দিয়ে এলাকা থেকে পালিয়ে দির্ঘদিন চট্রগ্রামে অবস্থান করে। কিছুদিন যাবত এলাকায় এসে বাবার সাইকেল মেরামতের দোকানে কাজ করতে দেখা যায় তাকে। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী দাবি করে বলেন- এসকল মুখোসধারী চিটিংবাজ, টাউটদের দৃষ্ট্রান্তমূলক শাস্তি হওয়া দরকার, যেন এসকল বাটপারদের খপ্পরে পড়ে আর কোন পরিবার ধংস না হয়ে যায়।
২২ মার্চ সকালে আটক রিপন কে নাটোর জেলহাজতে প্রেরন করা হয়েছে।