নিজস্ব প্রতিনিধি (বড়াইগ্রাম):
আজ বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ ও বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজনে যুদ্ধাপরাধী দল জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং খুলনা কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ও নোয়াখালী বেগমগঞ্জের ছাত্রলীগ নেতা রাকিব হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মিছিলটি বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ চত্বর থেকে শুরু হয়ে বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীকোল বাজার প্রদক্ষিণ করে কলেজে গিয়ে শেষ হয়।
এসময় জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও তাদের প্রতিহত করার প্রত্যয় নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল সরদার, বড়াইগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগে সভাপতি নীলয় সরকার নাসিম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শিপন, বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাবেদ মাসুুদ সাগর, সাধারণ সম্পাদক জুয়েল রানা ও বড়াইগ্রাম সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…