নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে ৬৪ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ৪৬তম দিনের অনুষ্ঠানমালায় অংশ নেয় “বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)” নাটোর জেলা শাখা।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর অনুষ্ঠান শুরু হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন আসাফো জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাসুম রেজা, আসাফো-নাটোরের সদস্য সাইদুল ইসলাম, আল আমীন, একাব্বর এবং আবৃত্তি পরিবেশনায় ছিলেন আসাফো-নাটোরের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার, সদস্য কাজী জুবেরী মোস্তাক, মুসা আকন্দ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসাফো কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আসাফো’র জেলা সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ।