ভালোবাসি খুব
…. আমিনুল হক মতিন
তোর জন্যে উদগ্রীব হবো
উৎকন্ঠায় দেবো ডুব,
তোকে ভালোবাসি আমি খুব।
তোর দিন শেষে
সূর্যটাকে বলবো,
একটু চলতেই হবে ধীরে……
তোর একলার রাততিরে,
আকাশ এর থেকে
চাঁদকে দিবো এনে ছিঁড়ে……
তোর জন্যে কি যে পারি
আর কি যে আমি পারি না
সে সব এখন খুব তুচ্ছই ভাবনা,
আমারে তুই একটু অন্য ভাবিস
তোর হাতে তুলে দিবোই দেখিস
উত্তর,দক্ষিণ,পশ্চিম কিংবা পুব…
তোকে ভালোবাসি
তোকে ভালোবাসি
তোকে ভালোবাসি আমি খুব।