মন ভালো কি হয়নি?
—————আমিনুক হক মতিন
তোমার মন ভালো কি হয়নি?
কোন মনের ছাঁয়ার কাছে
তবে কি তুমি যাওনি?
চিরুনিটা ক’দিন থেকে
চুলটা তোমার ছোঁয়নি
কষ্ট তোমার বুকের ভিতর,চলার ভিতর
বলছে,সে তো যায়নি।
তোমার জন্য অন্য মনে
মানব বন্ধন,মিছিল মিটিং
শোক সভাটাও হয়নি?
মন খারাপের মেঘ গুলো কি
বৃষ্টি হয়ে ঝড়েনি?
বিষাদের ঘন স্কুলটায় কি
ছুটির ঘন্টা বাজেনি?
তোমার মন ভালো কি হয়নি?
তোমার জন্য কথা গুলো সব
ফাঁকা হয়ে তো যায়নি,
বলবে এসো,শুনবে এসো,
না তুমি বলো,স্বস্তির সে মন সভাটা চাওনি?
চাঁদটা তার অমারাত শেষে পূর্ণিমাতে হাসে
চোখ খুলে কি দেখতে কখনো পাওনি?
আমার মন ভালোটা রয়নি,
তোমার মন ভালো যে হয়নি।
লেখক: আমিনুল হক মতিন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ