
প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রী মৌ খাতুনের (৮) মৃত্যু হয়েছে। মৌ উপজেলার হারোয়া গ্রামের রাজিব খানের কন্যা ও গ্রামের ব্রাক স্কুলের ছাত্রী। মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, মৌ মঙ্গলবার সকালে তার পিতা-মাতার সাথে বাড়ির পাশে কৃষি জমিতে যায়। পরে বেলা সাড়ে ৯ টার দিকে সেখান থেকে একাই বাড়িতে ফিরে এসে প্রতিবেশির পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।