বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামে ৪৫০ মিঃ চেইনলেজ রাস্তা দায়সারা ভাবে নির্মানের অভিযোগ উঠেছে এক ঠিকাদারী প্রতিষ্ঠান ইসলাম কনন্সট্রাকশন এর বিরুদ্ধে। এলাকা বাসী জানায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে রাজশাহী বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চান্দাই গ্রামের কাশেমের বাড়ি হইতে চিকনাই নদীর ঘাট পর্যন্ত ৪৫০ মিঃ চেইনলেজ একটি রাস্তা নির্মানের কাজ চলছে, যার আইডি নং ১৬৯১৫৫২২২। রাস্তাটি নিম্ন মানের সামগ্রী দিয়ে ডইগ এর কাজ প্রায় শেষ পর্যায়ে তবে এখনও সেখানে রুলার করা হয়নি। প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন ওই রাস্তার সিডিউলে মাটি ভরাট ও বেড কাটা বাবদ প্রায় ২ লক্ষ ৭৭ হাজার টাকা বরাদ্দ থাকা সত্বেও কোন ভরাট মাটি ফেলা হয়নি। ভরাট ফেলা ও রুলারের অভাবে রাস্তাটি কোথাও উঁচু কোথাও নিচু ফলে স্থানীয় লোকজন সিডিউল বহিভর্ূত ভাবে নির্মিত এ রাস্তাটিতে বর্ষা মৌসুমে রাস্তার উপরে অন্তত ২ থেকে ৩ ফুট জলবদ্ধতার আশংকা করছেন। ৪৫০ মিঃ রাস্তার সবটুকুই ১০ ফুট প্রশস্তে নির্মানের প্রাক্কলন দেওয়া আছে কিন্তু ৮২ ফুট রাস্তার বেড কাটা হয়েছে ৮ ফুট চওড়া করে। আবার ৪৫০ মিঃ রাস্তার মধ্যে নির্মান করা হচ্ছে ৪৩০ মিঃ। শোনা যাচ্ছে আইডি পরিবর্তন করে অবশিষ্ট রাস্তা অন্যত্র নির্মান করা হবে। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদার মিলন হোসেনের মুঠোফোনে একাধিক বার কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আরিফ হোসেন জানান, এ বিষয়ে আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। ঘটনা সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…