সৈয়দ মাসুম রেজা, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা আওয়ামী লীগ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারী স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সকল কর্মসূচি পালন করা হয়।
এই উপলক্ষে মঙ্গলবার সকালে নাটোর শহরের কান্দিভিটুয়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনসমূহ। পরে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির পরিসমাপ্তি হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ প্রমুখ। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ মহিলা আওয়ামী লীগসহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।