বার্তা সম্পাদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। অনেক প্রতিকুলতার মাঝেও শত শত নেতা কর্মীদের উপস্থিতিতে সোমবার বনপাড়া এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট প্রাঙ্গনে খোকন মোল্লার সভাপতিত্বে ও আতিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার,উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল বারী মজুমদার, আওয়ামীলীগ নেতা আঃ সোবাহান প্রাং, আবুল কালাম আজাদ প্রমুখ। সম্মেলনে ২৫৫ জন ভোটারের উন্মুক্ত ভোটে খোকন মোল্লা কে সভাপতি ও আতিকুর রহমান আতিক কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর ২০১৯ইং তারিখে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে বাহিমালী ফুটবল মাঠে ০৬/০১/২০২০ইং তারিখে মাঝগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হবে মর্মে ঘোষনা দেওয়া হয়। সকল প্রস্তুতি শেষে ওই সম্মেলন কে ভন্ডুল করার লক্ষে সোমবার একই তারিখ ও জায়গায় স্থানীয় সাংসদ আঃ কুদ্দুস পন্থ’ী নেতা কর্মীরাও কমিটি গঠনের ঘোষনা দেয়। ফলে সংঘর্ষের আশংকায় উপজেলা প্রশাসন বাহিমালী মাঠে ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেন। এই পরিস্থিতিতে উপজেলা চেয়ারম্যান সমর্থক নেতা কর্মীগন বনপাড়া বাইপাসে এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট প্রাঙ্গনে শত শত নেতা কর্মীদের উপস্থিতিতে ওই কমিটি গঠন করেন।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…