লালপুর প্রতিবেদক: নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় সাহীন কবির (৪৪) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে । রবিবার সকালে উপজেলার ঈশ্বরদী-বাঘা সড়কের নবীনগর নামকস্থানে এই ঘটনা ঘটে । সে বগুড়া জেলার ধুনট থানার বেরিলাবাড়ী গ্রামের জমশেদ আলীর ছেলে । এবং সে ব্র্যাক এনজিওর কর্মী ছিলেন ।
জানা যায়, সকালে ঈশ্বরদী থেকে সাহীন মোটরসাইকেল যোগে রাজশাহীর পবায় তাঁর কর্মস্থলে যাচ্ছিল । যাওয়ার পথে ঈশ্বরদী-বাঘা সড়কের লালপুরের নবীনগর নামস্থানে ইঞ্জিন চালিত নসিমনের (কুততার গাড়ী) সাথে তাঁর মোটার সাইকেলর মুখমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনা স্থলে সাহীন আহত হয়ে সড়কে পড়ে থাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিৎিসক সাহীনকে মৃত ঘোষনা করে বলে জানা গেছে । লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টির সত্যতা স্বিকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।