হাজারো নেতাকর্মীর উষ্ণ সংবর্ধনায় সিক্ত হলেন নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
আজ(১৫ অক্টোবর) বিকেলে বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদের মাঠে নবনির্বাচিত এমপি মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে গণ সংবর্ধনা আয়োজন করা। বিকেল সাড়ে ৩টার পর থেকে সভা মঞ্চের আশেপাশে জোনাইল ইউনিয়ন ও অন্যান্য ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সভার স্থলে আসতে থাকেন। মুহূর্তের মধ্যেই জোনাইল ইউনিয়ন পরিষদের বিশাল মাঠ হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মিছিলে মিছিলে কম্পিত হতে থাকে গোটা এলাকা।
জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জোনাইল এম.এল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন।
এসময় জোনাইল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে চেয়ারম্যান আবুল কালাম আজাদ নবনির্বাচিত এমপিকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেন। বিভিন্ন মত থেকে আগত আওয়ামী লীগের নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী পুনরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, “সকলকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নৌকাকে জয়ী করতে হবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন দুলাল, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বকর সিদ্দিক, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুজ্জামান গোলাম, গুরুদাসপুরের মশিনদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারি, বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সুজা, চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, বড়াইগ্রামের চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ শাহনাজ পারভীন, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুমিন আলী, বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য মোঃ মেহেদী হাসান, জেলা পরিষদ সদস্য মোছাঃ হুমায়রা জাহান রিয়া, বড়াইগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ আবুল কালাম জোয়ারদার, বড়াইগ্রাম উপজেলা মাদক নির্মূল কমিটির সভাপতি মোঃ আব্দুস সোবহান প্রামানিক, জোয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ চাঁদ মোহাম্মদ, মাজগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ খোকন মোল্লা, জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আলিমুদ্দিন মোল্লা প্রমূখ।
সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নৌকার প্রার্থী করার দাবি জানিয়ে ঐক্যবদ্ধ থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।