নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী পবিত্র হজ্ব পালন শেষ করে নিজ এলাকায় ফিরে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের দ্বারা উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন।
শনিবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে তিনি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা অতিক্রম করার সময় সেখানে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার নেতা-কর্মীরা স্বাগত জানান। সেখানে সংক্ষিপ্ত পথ সভা শেষে সহস্রাধিক নেতা-কর্মীরা মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ বিশাল বহর নিয়ে নিজ বাসভবন বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী কমপ্লেক্সে আসেন।
এসময় বনপাড়া থেকে কাছিকাটা পর্যন্ত দীর্ঘ ২৫ কিলোমিটার জুড়ে এই স্বাগত বহরের কারণে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল কিছুটা ব্যহত হয়।
পথিমধ্যে দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে পথ সভায় তিনি বক্তব্য দেন।
এ সময় নেতা-কর্মীরা নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জন্য এমপি হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর জনপ্রিয় নেতা বিশিষ্ট চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রদানের দাবী জানান।
পথসভায় ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার বক্তব্য বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছি, বড়াইগ্রাম গুরুদাসপুরের মাটি ও মানুষসহ সমস্ত বিশ্ববাসীর শান্তি কামনায় পবিত্র মক্কা মাটিতে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি।
অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, প্রবীণ আ.লীগ নেতা সোবাহান প্রামাণিক, বনপাড়া পৌর আ.লীগের সাবেক যগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দাই ইউনিয়ন আ.লীগের সভাপতি সামসুজ্জামান গোলাম, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকার ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, উপজেলা সৈনিক লীগের সভাপতি ইছাহাক প্রামাণিক সহ দুই উপজেলার আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।