স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, চিত্রাংকন, দেশের গান, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বনপাড়া এস. আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইন্স্টিটিউট্ প্রাঙ্গনে শিক্ষাবিদ গৌরপদ মন্ডলের সভাপতিত্ত্বে ও করিম মাষ্টারের সঞ্চালণায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মোঃ সাজেদুর রহমান খান । বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন , বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রউফ , বিশিষ্ট সমাজসেবক আব্দুস সোবাহান প্রাং, আওয়ামীলীগ নেতা জাকির সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহঃপ্রশি ইব্রাহিম হোসেন নাহিদ, সহকারী শিক্ষক মামুন সরকার, রবিউল ইসলাম, রুবায়েত হাসান রাজু প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় ও অতিথি শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।