নাটোরের গুরুদাসপুরে সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক মা। এ ঘটনায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন রুবেলের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই মা।
সোমবার(১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন।
মামলার পর থেকে রুবেল পলতাক রয়েছে।
ঘটনা সূত্রে জানাজায়, রোববার সকালে ছয় বছর বয়সী শিশু কন্যাকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন ওই মা। ভর্তি সম্পন্ন হলে মেয়েকে পানি খাওয়ানোর রুমে নিয়ে যান। এরপর অফিস রুমে ওই শিশু শিক্ষার্থীকে ডেকে বই দেওয়া হয়। পরে রুমে কেউ না থাকার সুযোগে ২৫ বছর বয়সী ওইকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় স্কুলের পিয়ন রুবেল। ভুক্তভোগী মা ওইদিন(১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকেই গুরুদাসপুর থানায় বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার বলেন, “এ ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগ দেয়নি। তবে পিয়ন রুবেল তার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে।”
স্কুলের পক্ষ থেকে রুবেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? এমন প্রশ্নে কোন মন্তব্য করেননি প্রধান শিক্ষক।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়ন রুবেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষণ চেষ্টাকারী রুবেল পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।”