আজ বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিনচরা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক রাজু আহমেদ(২৮) এবং হেলপার হামজালা রনি (২২) নিহত হয়েছে। আহত হয়েছে ১০ বাস যাত্রী ।
নিহতরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাক চালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম জানান, ভোরে হরিণচড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন ও রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চালক রাজু নিহত হয়। হেলপার রনিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও-ট্রাক থানা হেফাজতে রয়েছে।
সুত্র: দৈনিক জনকন্ঠ