সিংড়া প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলার তুলাপাড়া বাঁশবাড়িয়া জামিয়া শরঈয়্যাহ জমিরুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি শাহা জামাল উদ্দিন রাব্বানীর তত্বাবধানে নতুন মহিলা মাদ্রাসার জন্য একদিনের স্বেচ্ছাশ্রমে মাটি কেটে দিলেন ওই গ্রামের শতাধিক শ্রমিক। বৃহষ্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লেবার সরদার নজরুল ও মোজাফরের নেতৃত্বে শ্রমিকরা স্বেচ্ছাশ্রমে মাটি কাটেন। লেবার সরদার নজরুল ও মোজাফর বলেন আমরা ৫শত টাকা দিনমজুরী হিসাবে সাধারণ মানুষের মাটি কাটি। গ্রামে নতুন মহিলা মাদ্রাসার জন্য আমরা একদিনের মাটি কাটার কোন পারিশ্রমিক নেই নাই। একটা দ্বীন-ই প্রতিষ্ঠানের জন্য এটুকু করতে পেরেই আমরা খুশি। মুফতি শাহা জামাল উদ্দিন রাব্বানী বলেন, মহিলা শির্ক্ষাথীদের চাহিদার দিকে লক্ষ্য করে গ্রামবাসীর সম্মতিক্রমে একটি মহিলা মাদ্রাসার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মাদ্রাসার জন্য গ্রামের শতাধিক শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে মাটি কেটে সহযোগিতা করায় আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রমিকদের মাটি কাটা শেষে মাদ্রাসার আয়োজনে দুপুরের খানার পর স্বেচ্ছাশ্রমিক,গ্রামববাসী ও দাওয়াতী মেহমানদের নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওর্য়াডের ইউপি সদস্য মোঃ ফজলার রহমান, আলহাজ মোঃ আব্দুস সামাদ,সাবেক ইউপি সদস্য মোঃ কুরবান আলী,আলহাজ মোঃ ইয়াকুব আলী,আনোয়ার হোসেন আরন,আমির হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আতিকুর রহমান শাদী।