নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইন্না (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সিংড়া পৌরসভার দক্ষিণ দমদমা মহল্লার জুয়েলের পুত্র ও সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল ৫ টার দিকে দক্ষিণ দমদমা মহল্লার রাস্তায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় সোপর্দ করেছে। জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সাইকেল যোগে বাড়ি আসার পথে বাড়ির পাশে দ্রæতগতির মিনি ট্রাকের চাপায় গুরুত্বর জখম হয় ইন্না। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রæত তাঁকে উদ্ধার করে প্রথমে সিংড়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে তাঁর বাবা পা ভেঙ্গে বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছে। বাবার অসুস্থতার কারণে স্কুল ছাত্র সংসারের হাল ধরে। এমন অবস্থায় একমাত্র ছেলের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে ঐ পরিবার। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।