সিংড়া প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলার ২নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুনের নির্বাচনী প্রচারণা বিলর্বোড ভাংচুর ও টেনে ছিড়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে কেবা কাহারা ডাহিয়া ইউনিয়নের আয়েশ বাজার ও বিয়াশ চার মাথা মোড়ে মামুন সমর্থকদের টানানো প্রায় ১১টি বিলর্বোড ভাংচুর ও নষ্ট করে। সুশীল সমাজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিযেছেন। মামুন সমর্থকদের দাবি চেয়ারম্যান প্রার্থী মামুনের গণজোয়ার দেখে প্রতিহিংসায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা এই নোংরা কাজটি করেছে। এবিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী মামুন বলেন, আমি প্রতিহিংসার রাজঁনীতি করিনা। জনগণ নিয়ে মাঠে আছি থাকবো। আমি প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত সাপক্ষে দোষীদের আইনের মাধ্যমে শাস্তি দাবি করছি।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…