সিংড়া প্রতিবেদক: নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহনকারী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাইজুল ইসলাম নির্বাচন বর্জন করেছেন। ভোট কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া, ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারা এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ এনে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
শনিবার ভোট চলাকালীন সময়ে দুপুর একটার দিকে এই ভোট বর্জনের ঘোষণা দেয়া হয়। দুপুর একটার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি সমর্থিত প্রাথর্ী তাইজুল ইসলাম জানান, নির্বাচনের কোনো পরিবেশ নেই। ধানের শীষের প্রার্থীদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে প্রকাশ্যে নৌকায় সিল দেয়া, বিএনপির ধানের শীষের প্রতীকের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া এবং প্রশাসন চরমভাবে অসহযোগিতা করেছে বলে জানান তিনি।
এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান মন্টু, আহ্বায়ক কমিটির সদস্য সচিব দাউদার মাহমুদসহ বিএনপি নেতৃবৃন্দ