সিংড়া প্রতিবেদক: নাটোরের সিংড়ায় ভোট প্রদানে নারীরা এগিয়ে ছিল। শনিবার তৃতীয় দফায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিংড়া পৌরসভা সাধারণ নির্বাচনে এ দৃশ্য দেখা গেছে। সকাল ৮ টা থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নারী ভোটাররা। সেই তুলনায় প্রত্যেকটি ভোটকেন্দ্রেই পুরুষ উপস্থিতি ছিল খুবই কম। মোট ১২ টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। ২৬ হাজার ৭৫৭জন ভোটারের মধ্যে মোট পুরুষ ভোটার ১৩১২৫জন ও নারী ভোটার ১৩৬৩২জন। সিংড়া পৌরসভায় মেয়র পদে ২ জন ,সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।