নাটোরের সিংড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার(১৫ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার নতুনপাড়া এলাকা অভিযান চালিয়ে এক কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ঠাকুরবাড়ীয়া এলাকার মৃত হাসান শেখের ছেলে নুর মোহাম্মদ শেখ(২৯) এবং উপজেলার নীল চড়া পুর্বপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে শহিদুল ইসলাম শেখ(৫৬)।
নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার নতুন পাড়া এলাকায় র্যাবের একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রির সময় নুর মোহাম্মদ শেখ ও শহিদুল ইসলাম শেখের কাছ থেকে এক কেজি ৯০০গ্রাম গাঁজা জব্দ এবং তাদের দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে গাঁজা বিক্রির জন্য এনেছেন।
পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।