সাংবাদিক পেটানো মামলায় প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ

নাটোরের গুরুদাসপুরে সাংবাদিক পেটানো মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত ভোর রাতে গুরুদাসপুরের পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার মান্নাননগরের একটি পুকুর এলাকা থেকে এজাহার ভুক্ত ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নহর মোল্লা (২০), জুয়েল রানা (২৮), মো. সুমন (৩০)। মামলার তিন আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন। তবে মামলার প্রধান আসামি গুরুদাসপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নান্নু মোল্লা এখনো গ্রেপ্তার হননি বলে জানান ওসি। পুলিশের এই অভিযানে সাংবাদিক পোটানো ঘটনার মুল হোতা মামলার প্রধান আসামি গুরুদাসপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নান্নু মোল্লাকে গ্রেপ্তার না করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক মহল। গ্রেপ্তারকৃতরা চুনোপুটি বলে মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিকরা।

ওসি আব্দুল মতিন জানান, ৪ জানুয়ারি (বুধবা) সাংবাদিক নাজমুল হাসান নাহিদ সহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গত শনিবার রাতে থানায় একটি এজাহার দায়ের করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক নাজমুল হাসান নাহিদ স্বাক্ষরিত এজাহারের পরিপ্রেক্ষিতে শনিবার রাতেই মামলা রেকর্ডভুক্ত করা হয়। মামলার এজাহারে গুরুদাসপুর উপজেলা সদরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকার নাসির মোল্লার দুই ছেলে মোঃ নান্নু মোল্লা (৩৫) ও নহর মোল্লা (২০), জুয়েল রানা এবং মকিমপুরের মো. সুমনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০ জনকে আসামী করা হয়েছে। ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/১১৪ ধারা সহ পেনাল কোড ১৮৬০ বিধি অনুযায়ী মামলা রেকর্ডভুক্ত করে আসামীদের গ্রেপ্তারে পুলিশ শনিবার রাতেই অভিযানে নামে। রোববার ভোর রাতে পাশ্ববর্তী তাড়াশ উপজেলার মান্নাননগরের একটি পুকুর এলাকা থেকে মামলার তিন আসামি নহর মোল্লা , জুয়েল রানা,মো. সুমনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত তিন জনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার প্রধান আসামী নান্নু মোল্লার অবস্থান জেনে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। খুব শিঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য গত ৪ জানুয়ারী দৈনিক সমকাল পত্রিকার গুরুদাসপুর প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ সহ গুরুদাসপুর উপজেলায় কর্মরত অন্তত ১১ সাংবাদিক উপজেলার বিয়াঘাট ইউনিয়নের স্লুইস গেইট এলাকায় অবৈধভাবে পুকুর খনন ও এক্সেভেটর মেশিন (ভেকু) মেশিন জব্দ করার সংবাদ সংংগ্রহ করতে যান। সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে অবৈধ পুকুর খননকারী এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাটি খেকো ও গুরুদাসপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নান্নু মোল্লা তার বাহিনী নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারপিট করে। তারা সাংবাদিক নাজমুল হাসান নাহিদকে রাস্তার ওপর ফেলে বেধড়ক মারপিট সহ বুকের ওপর উঠে লাথালথি করতে থাকে। এতে নাজমুল গুরুতর আহত হন। বর্তমানে সাংবাদিক নাজমুল রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক