সচেতন নাগরিক কমিটি নাটোর (সনাক) এর উদ্যোগে ‘করোনাকালে জলবায়ু অর্থায়নে সুশাসন: অংশীজনের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা গতকাল রবিবার (২৯ আগস্ট ২০২১) সকাল ১১টায় অনলাইন ভিত্তিক প্রাটফর্ম গুগল মিট এর মাধ্যমে অনুষ্টিত হয়। সনাক সভাপতি রনের রায় এর সভাপতিত্বে আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার।
আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপকমিটির আহŸায়ক পরিতোষ কুমার অধিকারী। বিষয় ভিত্তিক ধারণামূলক বক্তব্য উপস্থাপন করেন টিআইবি’র রংপুর ক্লাস্টারের ক্লাস্টার কোর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণ ক্ষতিকর দিক এবং করণীয় সম্পর্কে আলোচনা করেন। নাটোর তথা বরেন্দ্র এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেক বেশি বলে অনেকে মনে করেন। যেমন- পানির স্তর নিচে নেমে যাওয়া, নদীতে পানির স্বল্পতা, বজ্রপাত, অসময়ে বৃষ্টি বা অতিবৃষ্টি এলাকা থেকে কিছু পাখি হারিয়ে যাওয়া ইত্যাদি উল্লেখ যোগ্য। এছাড়াও আলোচনায় নারদ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পলেথিনের ব্যবহার বন্ধকরা, নির্বিচারে গাছ কাটা বন্ধ করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। প্রায় দ্ইু ঘন্টাব্যাপী ভার্চুয়াল আলোচনায় সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও টিআাইবি কর্মকর্তা সহ ৪৮ জন নারী-পুরুষ যুক্ত ছিলেন। আলোচনায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন টিআইবি’র এরিয়া কোর্ডিনের মো: শফিউল ইসলাম।