ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য সংশোধনীর সুযোগ

দেশের সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যায়নরত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির জন্য নির্বাচিত যে সকল শিক্ষার্থীদের তথ্য ভুলের কারণে টাকা পাচ্ছেন না তাদের তথ্য সংশোধনের সুযোগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচি।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ১৭ সেপ্টেম্বরের মধ্যে সমন্বিত উপবৃত্তি কার্যক্রমের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য সংশোধন করার সুযোগ পাবে।

এর মাধ্যমে উপবৃত্তি কার্যক্রমে সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীরা ভুল তথ্যের কারণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি কার্যক্রম থেকে অর্থ পাচ্ছে না তারা উপবৃত্তির অর্থ প্রাপ্তির সুযোগ পেল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট করতেই পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচি দপ্তর থেকে ৭ সেপ্টেম্বর ২০২১ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ-১২শ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের ভুল তথ্য HSP MIS এ সংশােধন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রােফাইল সংশােধন/হালনাগাদ করণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২১ সালের ৬ষ্ঠ১২শ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত কিছু সংখ্যক শিক্ষার্থীর একাউন্ট নম্বরসহ অন্যান্য ভুল তথ্যের কারণে (Bounce Back/Not Process/Not Paid) উপবৃত্তির অর্থ প্রেরণ করা সম্ভব হয় নি।

এছাড়াও কিছু সংখ্যক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাউন্ট নম্বরসহ অন্যান্য ভুল তথ্যের কারণে টিউশন ফি প্রেরণ করা সম্ভব হয় নি। এমতাবস্থায়, শিক্ষার্থীদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভুল তথ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক HSP MIS এ আগামী ১৭.০৯.২০২১ তারিখের মধ্যে আবশ্যিক ভাবে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরন করে তথ্য সংশােধন করার জন্য অনুরােধ করা হলাে।

HSP MIS এর লিংক: http://hspbd.com/HSP-MIS/login

ক) শিক্ষার্থীদের ভুল তথ্য সংশােধনের নিয়মাবলী:

> HSP MIS এ প্রবেশ করে মেনুবার অনুসরণ করে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী’ বাটনে ক্লিক করুন;

> শিক্ষার্থীর তথ্য আপডেট’ বাটনে ক্লিক করুন।

> শিক্ষার্থীর অবস্থা’ বাটনে ক্লিক করে ভুল পেমেন্ট তথ্য অপশন সিলেক্ট করে খুজুন’ বাটনে ক্লিক করুন;

> সম্পাদন করুন কলামের কলম আইকন (এডিট অপশন)’ বাটনে ক্লিক করে শিক্ষার্থী/অভিভাবকের

একাউন্ট নম্বরসহ যাবতীয় তথ্য সংশােধন/হালনাগাদ করে সংরক্ষণ’ বাটনে ক্লিক করুন;

> সর্বশেষ সংরক্ষণ’ বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে। (বি.দ্রঃ- একজন শিক্ষার্থীর তথ্য শুধু মাত্র একবারই সংশোধন পূর্বক সংরক্ষণ করা যাবে।)

খ) শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংশােধন/হালনাগাদের নিয়মাবলী:

> HSP MIS এ প্রবেশ করে মেনুবার অনুসরণ করে কনফিগারেশন’ বাটনে ক্লিক করুন;

> প্রতিষ্ঠান তথ্য বাটনে ক্লিক করুন; > প্রতিষ্ঠান তালিকায় গিয়ে খুঁজুন বাটনে ক্লিক করুন;

> সম্পাদন করুন’ কলামের কলম আইকন (এডিট অপশন)’ বাটনে ক্লিক করুন। অতঃপর ধারাবাহিকভাবে

প্রতিষ্ঠান প্রােফাইল ফর্মের তথ্যসমূহ অর্থাৎ প্রতিষ্ঠান তথ্য, প্রতিষ্ঠান শিক্ষার্থীর তথ্য, প্রতিষ্ঠান ঠিকানা,

পেমেন্টের তথ্য সংশােধন/হালনাগাদ করতে হবে;

> প্রতিষ্ঠান শিক্ষার্থীর তথ্যের ক্ষেত্রে ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণি পর্যন্ত শ্রেণিভিত্তিক ভর্তিকৃত মােট ছাত্র/ছাত্রীর সংখ্যা

এন্ট্রি করতে হবে;

> প্রতিষ্ঠানের টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে অনলাইন ব্যাংক একাউন্ট (১৩ থেকে ১৭ ডিজিট) নম্বর

সংশােধন/হালনাগাদ করতে হবে (বেসরকারি প্রতিষ্ঠানের ভুল একাউন্ট নম্বর সংশােধনের ক্ষেত্রে প্রযােজ্য)।

> সর্বশেষ সংরক্ষণ’ বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে;

HSP MIS এ লগইন করার জন্য ব্যবহৃত নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সর্বোচ্চ গােপনীয়তা রক্ষা করে সংরক্ষণ নিশ্চিত করবেন।

উপবৃত্তি ও ইউজার আইডি পাসওয়ার্ড সংক্রান্ত যে কোন তথ্য বা যােগাযােগের জন্য উপজেলা/থানা | মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে hsp.sstipend@gmail.com মেইলে করার জন্য অনুরোধ করা হলাে।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক