শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান করা হয়। গতকাল ৮ই এপ্রিল (শনিবার) শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক আব্দুল হামিদ নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।
মোবাইল কের্ট পরিচালনা করেন শ্রীমঙ্গল সহকারী ভূমি কর্মকর্তা সন্দীপ তালুকদার।
এসিল্যান্ড জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।