শোক দিবস উপলক্ষে নাটোরে মাসব্যাপী এক বেলার খাবার বিতরণ কর্মসুচি হাতে নিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সদর হাসপাতাল চত্বরে অসহায়, দুঃস্থ, কর্মহীন ও নিরন্ন মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু।
এসময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় তিনি নিজের অর্থায়নে খাবার বিতরণ কর্মসুচি হাতে নিয়েছেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় গিয়ে তিনি প্রায় ১২শ অসহায়, দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করছেন। পহেলা আগষ্ট থেকে শুরু হওয়া এই কর্মসুচি পরো মাস জুড়েই চলমান থাকবে বলে জানান তিনি।