নিজস্ব প্রতিনিধি (বড়াইগ্রাম): নাটোরের বড়াইগ্রামে নগর ইউনিয়নে ঈদুল ফিতরকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত, অসহায়, গরীব- দুঃখীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃায় জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ অভিযোগ করেন।
আজ (১৮ মে) সোমবার বিকেলে নগর ইউনিয়নের কয়েন বাজার এলাকার দুই শত অসহায় পরিবারের মাঝে এই ত্রান বিতরণ করা হয়। শুধুমাত্র নৌকায় ভোট দেওয়ার কারণে অনেক অসহায় পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত বলে অভিযোগ করে অসহায় পরিবার গুলোকে অনতিবিলম্বে ত্রাণের তালিকার আওতাভুক্ত করার আহ্বান জানান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী । ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু মৃধা, সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রামানিক, প্রবীণ আওয়ামী লীগ নেতা খোকা প্রামানিক, মোকাদ্দেস হোসেন মন্টু, মুকুল হোসেন, নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শাহিন হোসেন, নগর ইউনিয়ন সৈনিক লীগের সহ সভাপতি ভূট্ট, বনপাড়া পৌর আওয়ামী লীগের বর্ষীয়ান প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক সহ নগর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।