নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় শ্রেণীর এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুদ্দুস মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৪আগস্ট) দুপুরে পৌরসদরের খাঁমারনাচকৈড় এলাকার খোয়ারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। অভিযুক্ত কুদ্দুস একই এলাকার মৃত শমসের মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে পাশের বাড়ির কুদ্দুস মোল্লা ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর ডাক চিৎকারে এলাকাবাসী গিয়ে কুদ্দুসকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়। এঘটনায় কুদ্দুসের কঠিন শাস্তি দাবী জানিয়েছেন এলাকাবাসী।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।