লালপুর প্রতিবেদক: জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির প্রকল্পর আওতায় ১৮ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে নাটোরের লালপুরে পুকুর পূর্ণ খনন এর উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার বেলা ১ টা ২০ মিনিটের দিকে উপজেলার বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এই উদ্বোধন করা হয় । নাটোর -১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি পুকুর খননের উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা , উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু , ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় , লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা , প্রকল্পর সভাপতি রাসেল আহমেদ রাসেল, দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শেখ প্রমুখ ।