লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে নিয়মিত মামলার আসামিসহ গ্রেফতারি পরোয়ানা মূলে ৪ জন আসামিকে আটক করা হয়েছে লালপুর থানাধীন ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ।
গতকাল (৯ নভেম্বর) সোমবার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার, এ এস আই মোঃ আখতার হোসেন সঙ্গীয় ফোর্সসহ, জি আর ৩৮৭/২০২০ (লাল) নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার নান্দ কাবিল মোর এলাকার ইসমাইল হাজির ছেলে সোলায়মান (৪০)-কে গ্রেফতার করে।
এছাড়া একই দিনে সি আর ৩৩/১৯(লাল) ওয়ারেন্ট ভূক্ত আসামি উপজেলার দিয়ারপাড়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী লাইলী(৪০), ওয়ালিয়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী ফাতেমা(৪৫) ও রুহুল আমিনের স্ত্রী মেনফা(৩৮)- কে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া ফাঁড়ি ইনচার্জ ফারুক হোসেন জানান- আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।