নাটোরের লালপুরের কদমচিলাম এলাকা থেকে খোরশেদ আলম মিলন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকার ফখরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন অটোচালক ভ্যানচালক।
রোববার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ঘাটচিলান গ্রামের একটি আখ ক্ষেতের ভিতরে থেকে তার লাশ উদ্ধার করে লালপুর থানা পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলন গতকাল ১৪ মে রাতে অটো নিয়ে বের হয়। তারপর আর বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। রোববার চাঁনপুর থেকে কদিমচিলান বাজার যাওয়ার রাস্তার ওপর তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে আশে-পাশে খোঁজাখুঁজির একপর্যায়ে আখ ক্ষেতের ভিতর তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”