নিজস্ব প্রতিবেদক: নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে লাইসেন্স ব্যতীত ইটভাটা স্থাপন করার অপরাধে জাহাঙ্গীর আলম নামে একজনের ১ বছরের কারাদÐ প্রদান করা হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম এর নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খালিদ হাসান লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া গ্রামে লাইসেন্স গ্রহণ ব্যতীত নতুন ইটভাটা স্থাপন করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩(সংশোধিত ২০১৯) এ জাহাঙ্গীর আলমকে ১ বছর বিনাশ্রম কারাদÐ এবং ১০ লক্ষ টাকা অর্থদÐ, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়।