লকডাউনের পর সপিংমল দোকান পাট খোলায় নাটোর শহরে ব্যাপক জনসমাগম ও যানজট লক্ষ্য করা গেছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের কেনাকাটা এবং করোনা সংক্রমনের হার কিছুটা কমে আসায় রবিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা দোকান খোলা রাখার সরকারি সিদ্ধান্তে হুমড়ি খেয়ে পড়ে লোকজন। রিকশা অটোরিকশার চাপে রাস্তাঘাটে জনগণের চলাচল সংকুচিত হয়ে পড়েছে।
দোকান ও সপিংমলের সামনে হাত ধোয়া এবং স্যানিটাইজারের ব্যবস্থা রাখলেও তাতে অধিকাংশ ক্রেতাদের আগ্রহ নেই। শারীরিক দূরত্ব বজায় রাখার বালাই নেই কোন খানে। স্বাস্থ্যবিধি মানাতে কোন স্থানে জেলা প্রশাসন এবং পুলিশের নজরদারিও লক্ষ্য করা যায়নি।