ব্যাটিংয়ে একশর আগেই মুখ থুবড়ে পড়ল সিলেট থান্ডার। ছোট রান তাড়ায় ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহী রয়্যালসকে পথ দেখালেন লিটন দাস। টানা দুই জয় পেলো আন্দ্রে রাসেলের দল।
বিপিএলে শুক্রবার দিনের প্রথম ম্যাচে সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী। টস হেরে ব্যাট করতে নেমে ৯১ রানেই গুটিয়ে যায় মোসাদ্দেক হোসেনের দল। মাত্র ১০.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় রাজশাহী।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট থান্ডার: ১৫.৩ ওভারে ৯১ (রনি ১৯, চার্লস ১৬, মিঠুন ২০ জিবন ০, মোসাদ্দেক ২০, মিলন ১০, নাঈম ১, নাভিন ২, সান্টোকি ০, নাজমুল অপু ০, ইবাদত ১* ; রাসেল ৩.৩-০-২৫-১, তাইজুল ২-০-১৫-০, আবু জায়েদ ২-০-১৪-০, অলক ৩-০-১৭-৩, বোপারা ৩-০-১০-২, ফরহাদ ২-০-৯-২)
রাজশাহী রয়্যালস: ১০.৫ ওভারে ৯৫/২ (জাজাই ০, লিটন ৪৪*, আফিফ ৩০, মালিক ১৬*; নাঈম ৩-১-১৬-১, ইবাদত ২-০-২০-০, সান্টোকি ১-০-১৫-০, নাভিন ২-০-১৯-০, জিবন ২-০-১৪-০, নাজমুল .৫-০-৭-০)।