পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহানগরীর অসহায় ও মধ্যবিত্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে রাজশাহীর বহুল আলোচিত সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গত সোমবার (১৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তৈল, সেমাই, চিনি, লবন।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী,সাধারণ সম্পাদক মো. জামাত খান,সাংগাঠনিক সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু,সিনিয়র সাংবাদিক আহসান হাবীব অপু, সমাজকর্মী কেএম জোবায়েদ হোসেন জিতু, ফরহাদ হোসেন রিংকু প্রমুখ।
উল্লেখ্য,রাজশাহীর বৃহত্তম সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ বিভিন্ন সময় রাজশাহীবাসীর পাশে দাঁড়িয়েছে।তারা শীতবস্ত্র, বন্যাকালীন সময়ে খাদ্য সহায়তা ও বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান জানান,ঈদে আনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা মানুষের কাছে লজ্জায় হাত পাততে পারে না।এমন কিছু মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের উপহার উপহার সামগ্রী বিতরণ করলাম।