পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুব লীগের ধারাবাহিক মানবিক কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ এপ্রিল সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের রাণীবাজারস্থ কার্যালয়ে সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
উক্ত উপহার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব লীগের সভাপতি যুবনেতা আবু সালেহ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একরামুল হক, সহ-সভাপতি ও বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যন জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামন, দপ্তর-সম্পাদক প্র্যদুত কুমার সরকার, স্বাস্থ্য সম্পাদক ডাঃ চিন্ময় কান্তি দাস, শ্রম-বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, উপ-দপ্তর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা যুব লীগের দপ্তর-সম্পাদক মিজানুর রহমান (পল্লব), পবা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগ সদস্য এমদাদুল হক, মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা সদস্য মোঃ ইকবাল হোসেন, পবা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তফিকুল ইসলাম, ত্রান-সম্পাদক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, ধর্ম-বিষয়ক সম্পাদক আব্দুর রব বাবু, সদস্য মশিউর রহমান জুয়েল, যুবনেতা রকি, শিপন সহ রাজশাহী জেলা যুবলীগের নেতৃবৃন্দ।