নিজস্ব প্রতিবেদক: রমজানে নিত্যপণের দাম স্থিতিশিল রাখতে নাটোরে বাজার পরিদর্শণ করেছেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ। দুপুরে নাটোর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার নাটোর শহরের নিচাবাজারের কাঁচা বাজার, মাছ বাজার পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত দাম না নিতে ব্যবসায়ীদের নির্দেশ দেন তিনি। অপরদিকে, নাটোর শহরের নিচাবাজার, স্টেশন বাজার পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় সকলকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেন।