বলিউড তারকা কঙ্গনা এক টুইট বার্তায় অভিযোগ করেন, বলিউডের কিছু বড় অভিনেতা তাঁর সঙ্গে অসভ্য আচরণ করেছেন। এই বলিউড তারকা জানিয়েছেন, বলিউডের প্রথম সারির কিছু অভিনেতা ভ্যানে, বাসায় বা পার্টিতে ডেকে তাঁকে যৌন হয়রানির চেষ্টা করেছিলেন।যৌন হয়রানি প্রসঙ্গে বলিউড আবারও সরগরম। সম্প্রতি ভারতীয় বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বলিউডের নামকরা নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে। পায়েলের সেই অভিযোগের পর যেন বোমা ফাটালেন বিতর্কিত বলিউড তারকা কঙ্গনা রনৌত। অনুরাগকে গ্রেপ্তারের দাবিও করেছেন তিনি। পায়েলকে সমর্থনের পাশাপাশি নিজের সঙ্গে ঘটে যাওয়া কিছু যৌন হয়রানির ঘটনাও ফাঁস করেছেন কঙ্গনা।
সম্প্রতি এক টুইটে কঙ্গনার অভিযোগ, বলিউডের কিছু বড় অভিনেতা তাঁর সঙ্গে অসভ্য আচরণ করেছেন। এই বলিউড তারকা জানিয়েছেন, বলিউডের প্রথম সারির কিছু অভিনেতা ভ্যানে, বাসায় বা পার্টিতে ডেকে তাঁকে যৌন হয়রানির চেষ্টা করেছিলেন। কঙ্গনা টুইটে লিখেছেন, ‘পায়েল ঘোষ যা বলেছেন, আমার সঙ্গেও বেশ কয়েকজন বড় নায়ক তা করেছেন।’ তাঁর টুইটে আছে, অনেক নামী অভিনেতা নাকি কঙ্গনাকে ভ্যানে বা বন্ধ ঘরে ডেকে যৌন হয়রানি করতেন। এমনকি পার্টিতে নাচের সময় ভিড়ের আড়ালেও কঙ্গনার সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন, কাজের বাহানায় বাড়িতে এসে অনেকেই নাকি কঙ্গনাকে যৌন হেনস্তা করেছেন।
শুধু তা–ই নয়, কঙ্গনা রনৌত বলিউডের ‘মিটু’ আন্দোলনকে পুরোপুরি ‘ব্যর্থ’ দাবি করেছেন। তিনি টুইটে লেখেন, ‘মিটু অভিযান বলিউডে ব্যর্থ হয়েছে। কারণ সে সময় ধর্ষণকারী এবং যৌন নির্যাতনকারীরা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছিল। তাই এই অভিযান স্তব্ধ হয়ে যায়। আমি জানি, এর আগের নিপীড়িতদের মতো পায়েল ঘোষকেও ভয় দেখানো হবে। আর তাঁর মুখ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আমাদের তো একটি সুস্থ ও উন্নত সমাজে বাঁচার অধিকার আছে।’২০ সেপ্টেম্বর পরপর কয়েক ভাগে দেওয়া কঙ্গনার ‘যৌন হয়রানির অভিযোগ’ বিষয়ক টুইটগুলো দ্রুত ভাইরাল হয় টুইটারে। এর আগে এই নায়িকা অনুরাগ কাশ্যপের টুইট নিয়ে বলেন, ‘পায়েলের সঙ্গে সে যা করেছে, বলিউডে তা প্রায়ই হয়। ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা মেয়েদের সঙ্গে যৌনকর্মীর মতো ব্যবহার করা তাদের কাছে খুবই সাধারণ ব্যাপার।’