নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় লাল-সবুজ শাড়ীতে নারীদের পাশাপাশি বিজয় দিবসের উৎসবে মেতেছিল শিশু-কিশোররা। এছাড়া শীতের পিঠাপুলি সেই মাত্রা দ্বিগুন বাড়িয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী পৌরসভা কার্যলয়ে পৌরসভার উদ্যোগে ও লাভলী ফাউন্ডেশনের সহযোগিতায় ব্যতিক্রমধর্মী এই আয়োজন করা হয়।
উৎসবে অংশ নেওয়া শারমিন সুলতানা, আফরোজ বেগম, খাদিজা আক্তার বলেন, সকালে সবাইকে লাল-সবুজ শাড়ী সরবারহ করা হয়েছে। সবাই একই রঙের শাড়ী পড়ে খেলাধুলা করেছি। সবাই পুরষ্কার জিতেছি। এমন আয়োজন সত্যিই প্রসংশার দাবিদার।
বিকালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে ও গোপালপুর পৌরসভার নিবার্হী অফিসার হাফসা শারমিনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। অন্যানের মধ্যে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাংলাদেশ আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য সিলভিয়া পারভীন লেনি প্রমূখ।