নাটোরের নলডাঙ্গায় ধান ভর্তি একটি ট্রলি রেললাইনের মাঝে আটকে গেলে সাইদুর ইসলাম নামের এক যুবক গলার গামছা উড়িয়ে চলন্ত ট্রেন থামিয়ে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনকে। এসময় রেললাইনে আটকে পড়া ট্রলিটিও বেঁচে যায়।
বৃহস্পতিবার (১১ মে) বিকেলে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের উত্তরে ২৫৩নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
সাইদুর ইসলাম উপজেলার পূর্ব মাধনগর এলাকার বাসিন্দা।
মাধনগর রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল হামিদ জানায়, বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেনটি আসছিল। এসময় নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের উত্তরে ২৫৩নং পিলারের কাছে ধান ভর্তি একটি ট্রলি রেলগেট পারাপারের সময় রেললাইনের মাঝে আটকে যায়। ট্রেন আসতে দেখে পূর্ব মাধনগর গ্রামের সাইদুল ইসলাম গলায় থাকা গামছা উড়িয়ে ট্রেন থামানোর জন্য চালককে সংকেত দেন। এসময় চালক সংকেত দেখে চলন্ত ট্রেন থামান। এতে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ট্রেনটি। পরে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
সাইদুর ইসলাম বলেন, ‘দ্রুতগতিতে একটি ট্রেন আসছিল। এসময় রেলগেটে লক্ষ্য করি ধান ভর্তি একটি ট্রলি রেললাইনের উপরে আটকে আছে। সঙ্গে সঙ্গে আমার গলায় লাল গামছা উড়িয়ে ট্রেনটিকে সংকেত দেই। পরে ট্রেনের চালক বুঝতে পেরে ট্রেনটি থামান। এতে করে ট্রেন এবং ট্রলিটি রক্ষা পায়।’