যথাযথ মর্যদায় সমস্ত নাটোর জেলায় স্থানীয় প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নাটোর সদরের মাদরাসা মোড়ে অবস্থিত স্বাধীনতা চত্ত্বরে ও জেলার লালপুর, বাগাতিপাড়া, সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধা সংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
নাটোর সদর উপজেলায় আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা বারের সাধারণ সম্পাদক মালেক শেখ।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যানারে পুস্পস্তবক অর্পণ করেন। জেলার অন্যান্য উপজেলায় স্থানীয় প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে একই কর্মসূচি পালন করা হয়।