নাটোরের গুরুদাসপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই জন।
বুধবার(১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন।
নিহত আনোয়ার হোসেন আপেল (২৪) বেড়গঙ্গারামপুর গ্রামের আনছার আলীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মান্নান প্রামাণিকের ছেলে মেহেদী হাসান (১৫) ও মোস্তফা আলীর ছেলে জিল্লুর রহমান (২২)।
স্থানীয়দের বরাতে ওসি আব্দুল মতিন বলেন, “নাজিরপুর থেকে বাড়ি ফেরার পথে তারা বেড়গঙ্গারামপুর বটতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে সজোরে ধাক্কা খায়। এ সময় চালক আপেলের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর দুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা।”
আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।