নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর আবু সাঈদ স্মৃতি পাঠাগার চত্ত্বরে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা ভেটেরিনারী সার্জন উজ্জল কুমার কুণ্ডু, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ময়রুল ইসলাম ও ইউপি সদস্য কামাল হোসেন উপস্থিত ছিলেন।
ক্যাম্পে ১০৫টি গরু, ১৭৫টি ছাগল, ৭০টি হাঁস ও ১২২টি মুরগীকে বিনামূল্যে ভ্যাকসিনসহ বিভিন্ন প্রকার ওষুধ দেয়া হয়।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…