প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে প্রাথমিক শিক্ষক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় লক্ষিকোল ডেজার্ট স্ট্রম ১১ রানের ব্যবধানে পঁাচবাড়িয়া অ্যাভেঞ্জার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার সকালে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা অফিসার এ কে এম রেজাউল হকের সভাপতিত্ত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। সেখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোঃ জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সহঃ শিক্ষা অফিসার ফাইজুল ইসলাম, ড. নাসিম রানা, ঝর্না মন্ডল, সোনালী খানম, শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু শামা, সেক্রেটারি আজমা খাতুন শিউলি প্রমুখ। ক্রীড়ার সমন্বয়ক এস এম সুমন জানান, ৪ টিমের এ খেলার উদ্বোধন হয়েছিল গত ৩ মার্চ।