স্টাফ রিপোর্টার: নাটোরের মাদ্রাসায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের পারখোলাবাড়ীয়া এস.আর. আলিম মাদ্রাসায় একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোটের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমূখ।
২কোটি ৯৩লক্ষ টাকা ব্যয়ে ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। পরে দেশ, জাতি, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।