মাদক সম্রাট রাজা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে মাদক সম্রাট রবিউল করিম রাজা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজা উপজেলার কালিকাপুর এলাকার রসুল সর্দারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বনপাড়া বাইপাস চত্ত্বরে কালিকাপুর মাদক বিরোধী কমিটির সভাপতি আব্দুস সোবাহান প্রামানিক এর উদ্দ্যেগে একটি মাদক বিরোধী মানববন্ধনের জন্য জন সাধারণ সমাবেত হয়। এ সময়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম উপস্থিত হয়ে সাত দিনের মধ্যে মাদক সেবীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই অংশ হিসেবে প্রথম দিনেই রবিউল করিম রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বনপাড়া বাইপাস এলাকার মদক বিরোধী জন সাধারনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, রবিউল করিম রাজাকে আটক করে শুক্রবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।