নাটোরের লালপুরে বাজার তদারকি অভিযানে আমদানিকারকের স্টিকার না থাকায় নাজিম উদ্দিন নামে এক প্রসাধনী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৩ জানুযারি) দুপুরে লালপুর বাজারে নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করে।
এবিষয়ে তিনি জানান, দুপুরে লালপুর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকার না থাকায় জান্নাতুল এন্ড আলিফ কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় স্থানীয়দের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। এছাড়া জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।