সেম সোল, মেনি বডি
—— ভাষ্কর সরকার, পি.এইচ.ডি গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সোল বা আত্মা হলো কোনো জীবের অংশ যা কোনো শরীর নয়। দেহ যখন জীবিত থাকে, তখন এর ভেতরে একটি আত্মা থাকে। আর মৃত্যুর সময় আত্মা দেহ থেকে বেরিয়ে যায়। ইসলাম ধর্মে আত্মাকে “রুহ” বলে। রুহ একটি আরবি শব্দ। মানুষ মনে করে প্রতিটি জীবের শরীরের ভিতরেই আত্মা বিদ্যমান। মৃত্যুর সময় রুহ কবজকারী ফেরেশতা আজরাইল জীবের শরীরের ভিতর থেকে আত্মা বের করে নিয়ে যায়। মৃত্যুর পর কবরে আত্মাদের তিনটি প্রশ্ন করা হয়ে থাকে। এর মাধ্যমে কবর জীবনে মানুষের পাপ পুণ্য বিচার করা হয়। ড. ব্রায়েন উইস কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত একজন মনোচিকিৎসক ৷ প্রথমত তিনি ছিলেন নাস্তিক কিন্তু কোনো ঘটনার প্রেক্ষিতে তিনি আত্মা নিয়ে গবেষণা শুরু করেন এবং পরমাত্মার উপস্থিতি উপলব্ধি করেন৷ তার ফল স্বরূপ প্রকাশ পায় “সেম সোল, মেনি বডি” অর্থাৎ একই আত্মা অনেক শরীরে বিরাজমান ৷ কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজির প্রভাষক আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেবের উক্ত বইটি নজরে আসে এবং আগ্রহের সাথে বাংলা অনুবাদ করে ফেলেন৷ তিনি বোঝাতে চেয়েছেন আমাদের ভবিষ্যৎ জীবনের প্রতিচ্ছবি বর্তমান জীবনকে বদলে দিতে পারে এবং আমাদের সকলের যাত্রা অমরত্বের দিকে ৷ ২২৪ পৃষ্ঠার বইটি ‘অন্বেষা প্রকাশন’ সুন্দর অক্ষরবিন্যাসের মাধ্যমে সুদৃস্য কলেবরে প্রকাশ করেছে ৷ যার মূল্য রাখা হয়েছে ৩৫০/- টাকা মাত্র ৷ বইটির আই.এস.বি.এন নম্বর : ৯৭৮ ৯৮৪ ৯৫২২৩ ০ ০, কোড : ৭৭৭ ৷ উল্লেখ্য বইটি রকমারি ডট কম এ পাওয়া যাচ্ছে ৷ লেখকের যোগাযোগ নম্বর : ০১৯১৪-৩৫১৫০২ ৷ আশাকরি বইটি পাঠক মহলে সমাদৃত হবে এবং নতুন অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে ৷